স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দু’জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন প্রসিকিউশন। এরা হলেন— কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধান। এদের মধ্যে সৈয়দ মো. হুসাইন পলাতক।

একই সঙ্গে ওই দু’জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক এ অভিযোগপত্র আমলে নেওয়া হবে কি-না সে বিষয়ে শুনানি ও আদেশের জন্য ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

তিনি জানান, ওই দু’জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাদের ছয়টি অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ সোসলেম প্রধান গ্রেফতার রয়েছেন।

এর আগে চলতি বছরের ৭ জুলাই ওই দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রাথমিক তদন্তে ওই দু’জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ ছয়টি মানবতাবিরোধী অপরাদের প্রমাণ পাওয়া গেছে।

প্রসঙ্গত, মামলার পলাতক আসামি সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার আরেক রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলীর ভাই।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৩, ২০১৫)