মাদারীপুর প্রতিনিধি : দলের চূড়ান্ত টিকিট পেয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই মাদারীপুরের ৩টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেয় প্রাথীরা।

এছাড়া সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীরা দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন দেয়ায় সন্তোষ প্রকাশ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা পারভেজ রায়হান জানান, মাদারীপুর সদর, শিবচর ও কালকিনি পৌরসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন পদে প্রার্থীরা নিজ নিজ উপজেলায় নির্বাচন কার্যালয়ে মনোননয়পত্র জমা দেন। মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র পদে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

মাদারীপুর পৌরসভায় মেয়র পদে আওয়ীমীলীগের মনোনয়ন প্রার্থী হিসেবে খালিদ হোসেন ইয়াদ, বিএনপি’র মিজানুর রহমান মুরাদ, স্বতন্ত্র পদে দেলোয়ার হোসেন খোকন শরীফ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শিবচরে আওয়ামীলীগে আওলাদ খান, বিএনপি’র জাহাঙ্গীর কামাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া কালকিনিতে আওয়ামী লীগের এনায়েত হোসেন, বিএনপি’র মাহবুব মুন্সী, স্বতন্ত্র পদে মশিউর রহমান সবুজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে তিনটি পৌরসভায় প্রায় অর্ধশত প্রার্থী মনোনয়ন জমা দেন।

প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসক কার্যালয়সহ উপজেলা কার্যালয়ে আসেন। পরে সকল কাগজপত্র দেখে মনোনয়ন জমা নেয়া হয়।

এই নির্বাচনে মাদারীপুর পৌরসভায় ৪৩ হাজার ৬৩৩ জন, শিবচর পৌরসভায় ১৫ হাজার ২৮৮ জন এবং কালকিনি পৌরসভায় ২৭ হাজার ৭০৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

(এএসএ/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)