স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে কারো বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণ পেলে তাকে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

হানিফ বলেন, আমি মনে করি আওয়ামী লীগ নেতাকর্মীরা দলের প্রতি অনুগত। তারা কেউই শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেতে চাইবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি দল থেকে বহিষ্কার।

তিনি আরও বলেন, কিছু জায়গায় আওয়ামী লীগ কৌশলগত কারণে বিকল্প প্রার্থী রেখেছে। নির্বাচন কমিশন প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের সময় যদি কেউ বাদ পড়ে তাই এ কৌশল রাখা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বরের পর কোনো বিকল্প প্রার্থী থাকবেনা বলেও জানান তিনি।

পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হক প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)