নাটোর প্রতিনিধি : বুধবার নাটোরে দুই সদস্যের জাপানি প্রতিনিধি দল কৃষির উন্নয়নসহ সমস্যা সমাধান নিয়ে মালিক ও শ্রমিকের সাথে মতবিনিময়সহ কৃষি খামার পরিদর্শন করেন।

সকালে শহরের তেবাড়িয়া এলাকায় সোহাগ নার্সারি পরিদর্শন করেন জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হিসুচি হিরোকাজু ও ইয়ামগুচি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কন্দ তোমেহিরো। তারা ড্রাগন ফল,কলম্ব লেবু ও নানাজাতের আমের চারা তৈরির প্রশংসা করে খামার মালিক আলফাজুল আলমকে ধন্যবাদ জানান।

এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড. আব্দুর রশীদ.ড.মনসুর রহমান শেখ শাহরিয়ার মোহম্মদ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল করিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড,সাইছুল আলম সহ স্থানীয় কৃষি কর্মকর্তারা ।

প্রতিনিধিদলটি পরে নার্সারি মালিক ও চাষীদের সাথে মতবিনিময় করেন।

(এমআর/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)