দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে প্রথম দিন সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে মেয়র ,সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের প্রার্থীগন সহ কাউন্সিলর পদ প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইছমতউল্লাহ এর নিকট জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। আনন্দঘন পরিবেশে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী মোঃ আঃ ছালাম, বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোঃ জামাল উদ্দিন, বিএনপি থেকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান ফরিদ। সংরক্ষিত আসনে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়ন পত্র জমা দেন।

(এনএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)