নড়াইল প্রতিনিধি : নড়াইলে বাস ও পুলিশ পিকআপ সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নড়াইল-যশোর রোডের শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হল পুলিশ কনেস্টবল রাসেল, ইয়াসিন ও জিয়া এবং বাসের হেলপার তারেক।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরে একটি টহল পুলিশের গাড়ি থানা থেকে বের হওয়ার সময় রুপগঞ্জ এলাকা থেকে ছেড়ে আসা খানজাহান আলী পরিবহনের (ঢাকা মেট্রে-ব-১৪-০০৫৪) একটি বাস বেপরোয়াভাবে চালিয়ে এসে পুলিশ পিকআপটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেলে খুটিটি ভেঙে দু’ভাগ হয়ে যায়। সাথে সাথে শহরের বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে।এসময় পুলিশ পিকআপে থাকা ৩ পুলিশ সদস্য ও বাসের হেলপার আহত হলে তাদেরকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করে ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসের চালককে আটক করা যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বাংলা বিষয়টি নিশ্চিত করেছেন।

(টিএবি/এইচআর/ডিসেম্বর ০৪, ২০১৫)