টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. এনামুল হকের মৃত্যু হয়েছে।

শনিবার নিজের মনোনয়নপত্র বাতিলের খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন এনামুল হক।

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টায় তার মৃত্যু হয়।

এ তথ্য জানিয়েছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

সূত্র জানায়, শনিবার জেলার ৮টি পৌরসভার প্রার্থীদের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে। বিকেলে গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এ খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন এনামুল হক। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ‍তার।

গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামছুল হুদা জানান, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হকের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় বাছাইয়ে তিনি বাদ পড়েন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৫)