মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর প্রশাসনের কঠোর নিরাপত্তায় পৌরসভা নির্বাচনে প্রার্থীতা যাচাই বাছাইয়ের কাজ রবিবার শেষ হয়েছে। এর মধ্যে মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর কামালসহ স্বতন্ত্রপ্রার্থী তোফাজ্জেল হোসেন খান তোতা ও আবির গোমস্তা এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর ফলে শিবচরে আওয়ামীলীগের একমাত্র প্রার্থী আওলাদ হোসেন খানের মনোনয়ন বৈধ হওয়ায় বিনা প্রতিদ্বদ্ধীতায় জয়ের পথে রয়েছেন।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন হওয়ায় প্রার্থীরা জেলা ও উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তায় যাচাই বাচাই কার্যক্রম শুরু করেন কর্মকর্তারা।

মেয়র প্রার্থীদের মধ্যে সম্পদের হিসাব বিবরণী ও আয়করের হিসেবে গড়মিল থাকায় শিবচরের বিএনপি সমর্থিত জাহাঙ্গীর কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া নানা গড়মিলের কারণে শিবচরের স্বতন্ত্রপ্রার্থী আবির গোমস্তা ও তোফাজ্জেল হোসেন খান তোতা এর মনোনয়নপত্র বাতিল করা হয়। শিবচরে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে কালকিনি পৌরসভায় ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশে মেয়রপ্রার্থী লুৎফর রহমানের ঋণখেলাপীর দায়ে মনোনয়নপত্র বাতিলসহ নানা কারণে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মাদারীপুর সদরের পৌরসভা নির্বাচনে কারো মনোনয়ন বাতিল করা হয়নি।

(এএসএ/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)