মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মপুর উপজেলার তল্লাবাড়িয়া গ্রামে মোছা: অঞ্জনা নামে ১১ বছরের এক শিশু কন্যাকে ১৭ বছরের কিশোর মেহেদী হাসান এর সাথে জোরপূর্বক বাল্য বিয়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মেহেদীর বাবা আরিফ মোল্যা জানান- মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে তার প্রতিবেশী আয়ুব ফকিরের এ বছর পঞ্চম শ্রেণীর পরিক্ষার্থী অঞ্জনার সাথে তার ছেলে এ বছর এসএসসি পরিক্ষার্থী মেহেদীর বিয়ের জন্য বেশকিছুদিন ধরে ওই পরিবারের সদস্যরা চাপ দিয়ে আসছিল । গতকাল শনিবার দুপুরে আয়ুব ফকিরের বাড়ির লোকজন পিঠা খাওয়ার কথা বলে তার ছেলে মেহেদীকে ওই বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। আজ রবিবার বিকেলে তাদের না জানিয়ে কিশোর মেহেদীর সাথে শিশু অঞ্জনার বিয়ের আয়োজন করেছে বলে তিনি জানতে পারেন । এ খবরে সে বাড়িতে গেলে অঞ্জনার পরিবারের লোকজন তাকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। উপায়ন্ত না দেখে তিনি উপজেলা নির্বাহী অফিসারের স্মরণাপন্ন হয়েছেন।

মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন হোসেন জানান- ঘটনাটি তিনি শুনেছেন। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম সাবু জানান- বাল্য বিয়ে বন্ধে মেয়ের অভিভাবকদের অনুরোধ করতে স্থানীয় একজন চৌকিদারকে পাঠানো হয়েছে। আমাদের নিষেধ না শুনলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ খবর লেখা পর্যন্ত মেহেদীকে ছাড়া বা বিয়ে বন্ধের কোন ব্যবস্থা করা হয়নি।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)