সাভার প্রতিনিধি : প্রকাশ্যে মাদক সেবন করার অভিযোগে পাঁচ যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লার কার্যালয়ে হাজির করা হলে শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যামাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের ভাটপাড়া, আমিনবাজার ও ট্যানারি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় পাঁচ যুবককে আটক করে নিয়ে আসে।

পরবর্তী সময়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)