গোপালগঞ্জ প্রতিনিধি : সোমবার (৭ ডিসেম্বর) গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ। দলে দলে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে বয়ে যায় আনন্দ-উল্লাস। যা গোপালগঞ্জবাসীর কাছে আজও স্মরনীয়, শ্রেষ্ঠ এক স্মৃতি।  দিনটি পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলা উদীচী শহরে একটি পতাকা মিছিলের আয়োজন করেছে।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত লগ্নে মিত্রদেশ ভারত প্রবাসী মুক্তিযোদ্ধাদের সরকার স্বীকৃতি দেয়ায় এখানকার পাক হানাদার বাহিনীর মনোবল ভেঙ্গে পড়ে। চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমন বলয় রচিত হওয়ার খবর পেয়ে পাক সেনারা গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টমেন্ট ছেড়ে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করে। শহীদদের রক্ত আর বীর মুক্তিযোদ্ধাদের সাহসী যুদ্ধে অবশেষে শক্রমুক্ত হয় গোপালগঞ্জ।

(এমএইচএম/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)