স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন সরকার বলতে কিছু নেই। এ সরকার ক্ষমতায় আসার পরেই হত্যা, খুন, গুম বেড়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লার লাকসামে নিখোঁজ দুই বিএনপি নেতার স্বজনদের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন নিখোঁজ লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পারভেজের পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

দুই পরিবারের অভিযোগ, ২০১৩ সালের ২৭ নভেম্বর র‌্যাব ১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাদের আটক করে। কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

(ওএস/এস/মে ২৭, ২০১৪)