কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে ঈদগড়- বাইশারী সড়কে রামু উপজেলার আওতাধিন ঈদগড়ের ব্যাংডেবা বন বিভাগের সামনে থেকে এ ৩ জনকে উদ্ধার করা হয়।

সোমবার রাত ১১ টার দিকে ঈদগড়-বাইশারী সড়কে সশস্ত্র অপহরণকারি চক্র ব্যাংক কর্মকর্তাসহ ৩জনকে বেঁেধ গাড়ি থেকে নামিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যান।

মঙ্গলবার সকাল থেকে রামু থানা পুলিশ এবং নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি জওয়ানরা অপহরণস্থলের আশ-পাশের পাহাড়ি অরণ্যে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে।

অপহরণকারি চক্রের কবল থেকে মুক্ত হওয়া এ তিন ব্যক্তি হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ফনিন্দ্র লাল দে’র ছেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি বাজারস্থ কৃষি ব্যাংক বাইশারী শাখার ক্যাশিয়ার জিতেন্দ্র কিশোর দেব, বাইশারী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবদুল গনির ছেলে ক্ষুদ্র ব্যবসায়ি মাহবুবুর রহমান সেলিম এবং বাইশারী হলুদিয়া এলাকার নুরুল আলম (৩৫)।

রামু থানার ওসি সাইকুল আহমেদ ভূঁইয়া অপহৃত হওয়া ব্যাংক কর্মকর্তাসহ ৩জন মুক্ত করার কথা স্বীকার কওে জানান, অপহরণকারী চক্র পুলিশ এবং বিজিবির অভিযানে কোনঠাসা হয়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মুক্ত হওয়া তিনজনকে রাতে রামু থানায় নিয়ে আসা হয়েছে। তাছাড়া অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি’র সুবেদার খোরশেদ আলম জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে বিজিবির একটি দল গহীন অরণ্যে অভিযান চালায়। এ অভিযানে বিজিবির ২০ জন জওয়ান অংশ নেয়।

(ওএস/এস/মে ২৭, ২০১৪)