নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে একটি চাঁদাবাজি মামলায় সোমবার সকালে আদালতে হাজির করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে সোমবার সকালে তাকে আনা হয়। মামলার পরবর্তী শুনানির দিন ১১ জানুয়ারি ঠিক করেন আদালত। সেখান থেকে নূর হোসেনকে ফের নিয়ে যাওয়া হয় কারাগারে।

এছাড়া, এই মামলার অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশও দেন আদালত।

নূর হোসেনের আইনজীবী এডভোকেট খোকন সাহা জানান, সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা সহিদুল ইসলাম ২০১৪ সালে ২১ জুন চাঁদাবাজির অভিযোগ এনে নূর হোসেন ও তার ভাতিজা শাহজালাল বাদলসহ কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল। পরবর্তী শুনানীর দিন ১১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আর একই দিনে অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন জারির নিদের্শও দেন আদালত।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)