সিলেট প্রতিনিধি : সিলেটের শীর্ষ সন্ত্রাসী বাবুল হোসেন পাঙ্গাসকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-৯ এর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে রাত পৌনে ১টার দিকে নগরীর পীর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশিয় সস্ত্র ‘রাম দা’ উদ্ধার করা হয়।

পাঙ্গাস নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী দাবি করে বিভিন্ন সময় রাম দা নিয়ে নগরীতে মহড়া দিয়েছে, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্র জানায়, ২০০৮ সালে সিটি করপোরেশন নির্বাচনকালীন সময়ে নগরীর পীর মহল্লায় দিনে-দুপুরে প্রকাশ্যে এক ভিডিও দোকানিকে কুপিয়ে হত্যা করে পাঙ্গাস ও তার সহযোগিরা। এ ঘটনায় মামলা হলেও পাঙ্গাস থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে।

প্রায় দুই বছর আগে নগরীর দর্শন দেউরী এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের সময়ও তাকে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ও হয়। ওই ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়।

এছাড়াও তার নামে সিলেটের বিমানবন্দর থানায় একাধিক মামলা রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)