সিরাজগঞ্জ প্রতিনিধি : আমেরিকান দাতা সংস্থা “রুম টু রিড” সিরাজগঞ্জে নারী শিশু দের নিয়ে কাজ করায় জেলায় বাল্য বিয়ে কমেছে। আজ সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক সন্মেলন কক্ষে রুম টু রিড আয়োজিত কার্যক্রম অবহিত করন সভায় বক্তারা এ কথা বলেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। সভায় সিরাজগঞ্জ সদর,বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার কলেজ,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় ২০০৯ সাল থেকে সিরাজগঞ্জ জেলায় রুম টু রিড নারী শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জ সদর,বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার ৩৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের হত দরিদ্র, আদিবাসী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, যাতায়াত সহয়তা, চিকিৎসা সহায়তা, বিদ্যলয় নির্মাণ ও সংস্কার সহ বিভিন্ন সহায়তা করেছে। এর ফলে এসব এলাকায় বাল্য বিয়ে প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পরা রোধ প্রায় শুন্যেও কোঠায় নেমে এসেছে।

(এসএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৫)