গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর  প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু। তিনি বলেন, সাংবাদিক আব্দুর রহমান ছিলেন একজন নিবেদিত কলম সৈনিক। তিনি সাধারণ মানুষের, এলাকার উন্নয়নের কথা লিখতেন। তাঁকে অনুসরণ করে নতুনদের এগিয়ে যেতে হবে।

প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ.এম খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রহমানের পুত্র মশিউর রহমান কাউসার, পাক্ষিক সুবর্ণ বাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, প্রেসক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাংবাদিক হুমায়ুন কবীর শেখ বিপ্লব, বাংলামেইল২৪ডটকমের রাকিবুল ইসলাম রাকিব, যুগান্তর পৌর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক সেলিম আল রাজ, আব্দুর রহমানের জামাতা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, পুর্বধলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরিবারের পক্ষ থেকেই নানা কর্মসূচী পালিত হয়।

(এসআইএম/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)