মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের পিএসসি পরীক্ষার্থী তন্নী মজুমদার রবিবার রাতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। সে একই এলাকার হরিবর মজুমদারের মেয়ে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তন্নী মজুমদার এ বছর আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দিয়েছে। ফরিদপুরের চর ভদ্রাসনে তার বিয়ে ঠিক হয়েছিল। রবিবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে রাজৈর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা রাজৈর থানা পুলিশকে সাথে নিয়ে রবিবার সন্ধ্যায় মেয়ের বাড়ীতে হাজির হয়। তাদের উপস্থিতি টের পেয়ে মেয়ের বাড়ীর লোকজন পালিয়ে যায়। পরে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেয় মেয়ের অভিভাবকবৃন্দ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)