মাগুরা প্রতিনিধি : জাতীয় পতাকা উত্তেলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে । ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাকিস্থানি হানাদার মুক্ত হয়।

দিবসটি পালনের উদ্দেশ্যে সকালে নোমানী ময়দানে শহীদ বেদীতে পতাকা উত্তোলন শেষে শহরে র্যােলী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবঃ এটিএম আব্দুল ওহাব।

বিশেষ অতিথি ছিলেন- মাগুরার জেলা প্রশাসক মুহ্: মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রুস্তম আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু ও অন্যরা।

বক্তরা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে সহযোগিতার জন্য মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণকে আহবান জানান।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৭, ২০১৫)