স্টাফ রিপোর্টার : পৌর নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলাগুলো সফরে যাবে বিএনপির একাধিক সাংগঠনিক টিম। তারা স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচনে সমন্বয়ের পাশাপাশি কেন্দ্রের কৌশল সম্পর্কেও অবহিত করবেন। দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এই উপলক্ষে বুধবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠকি সম্পাদকদের নিয়ে বৈঠক করবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে এই টিম গঠন করা হতে পারে। এই টিম সারাদেশ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি দলের হাইকমান্ডকে অবহিত করবেন। এরপর পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশের ২৩৫ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে রোববার। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় নির্বাচন হচ্ছে। এ ক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হলেও কাউন্সিলার পদে স্বতন্ত্রভাবে আগের নিয়মে হবে। পৌর নির্বাচনে বিএনপি এরই মধ্যে ২৩৫টি পৌরসভায় ধানের শীষ প্রতীকে তাদের একক প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করে সেগুলো নির্বাচন কমিশনে জমাও দিয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)