মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন নিয়ে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছিলো।

কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮ পর্যন্ত নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এসময় ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় উভয় পারে যানজটের সৃষ্টি হয়।

(এএসএ/এএস/ডিসেম্বর ০৮, ২০১৫)