নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠত হয়েছে মঙ্গলবার। সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম। সভায় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার গত নভেম্বর মাসে মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার, মটরযান প্রসিকিউশন দাখিল ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য নওগাঁর রনিীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেন। এছাড়া রাণীনগর থানার এসআই মোঃ আব্দুল আনাম, এসআই মোঃ শফিকুর রহমান, কনস্টেবল/১৭ মোঃ আবুল কালাম আজাদ, এএসআই মোঃ নজরুল ইসলাম, এবং নওগাঁ সদর ট্রফিকের সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডলকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করেন।

(বিএম/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)