নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার  গোবরচাপা গ্রামে চাঞ্চল্যকর খলিলুর রহমান ওরফে খলিল (৬০) হত্যা মামলার অন্যতম আসামী মিলন হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদারের নেতৃত্বে নওগাঁর বদলগাছী উপজেলার রহিমপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত এজাহার নামীয় ৩নং আসামী মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন উপজেলার জগৎনগর গ্রামের মোঃ ইজাহার আলীর পুত্র। ধৃত মিলন এই খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এবং তার বিরুদ্ধে বদলগাছী থানায় আরো দু’টি মাদক এবং একটি ধর্ষণ মামলা চলমান রয়েছে বলে র‌্যাব জানায়। খুনের ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের ধরার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৪ ডিসেম্বর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের খলিলুর রহমানকে (৬০) গোবরচাপাহাট থেকে বাড়ি ফেরার পথে ধারালো চাকু দিয়ে পেটে এবং বুকে আঘাত করে তাকে হত্যা করা হয়। মঙ্গলবার এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।

(বিএম/এইচআর/ডিসেম্বর ০৯, ২০১৫)