স্টাফ রিপোর্টার : আসন্ন পৌর নির্বাচনে সরকারপ্রধানের (শেখ হাসিনা) হাত দিয়ে অনিয়মের সূচনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের বিধি ১২-তে বলা রয়েছে, দলীয় প্রতীকে দল থেকে একজনকেই মনোনয়ন দেওয়া যাবে। সেই মোতাবেক শরীয়তপুর সদর আসনে রফিকুল ইসলাম কোতোয়ালের প্রার্থিতা বাতিল হয়েছে। পরে ৭ তারিখ আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত চিঠি পাঠানোয় ফারুক আহমেদ তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের জন্য রেখে দিয়েছেন। এতে প্রমাণ করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৯, ২০১৫)