স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, দেশে কারাগারের ভেতর ও বাইরে একই পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, পুরো দেশটাই বন্দিশালায় পরিণত হয়েছে। গত ৩১ জানুয়ারি পুলিশ তাকে আটক করার পর গত সোমবার জামিনে মুক্তি পান তিনি।

বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন রিজভী আহমেদ।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, কারাগারে ভেতরে থেকেও যেমন কারও সাথে কথা বলা যায় না। তেমনই বাইরেও কারও সাথে কথা বলা যায় না। দেশে একটি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। সরকার অবৈধ, তাই তারা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে।

যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপি শতকরা ৯৫ ভাগ আসনে জয়লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, এটা জানতে পেরেই সরকার দমন পীড়ন চালাচ্ছে।তিনি সরকারের প্রতি নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানান।

এদিকে রিজভী আহমেদকে স্বাগত জানাতে নয়াপল্টনে বুধবার দুপুরে শত শত নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন, শিরীন সুলতানা প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৫)