সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাট থেকে সোনালী ব্যাংক স্থানান্তর বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কাপড় ব্যবসায়ী, হাটের দোকানদার, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

বৃহস্পতিবার সকালে ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসুচিতে এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ব্যবসায়ী নেতা হাজী জনাব আলী, থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন ব্যাপারী, মহির উদ্দিন, প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, সপ্তাহে ৪ দিনের এনায়েতপুর কাপড়ের হাটে অন্তত ২০ কোটি টাকার লেন-দেন হয়। যা রক্ষনাবেক্ষনে সোনালী ব্যাংকটি ব্যবসায়ীদের জন্য ভুমিকা রেখে আসছিল। হঠাৎ তা কেজির মোড়ে স্থানান্তর হওয়ার ঘোষনায় হাটের ব্যবসায়ীরা বিপাকে পড়বে। তাই জরুরী ভাবে সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর বন্ধ করতে হবে। পরে মানববন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

(এসএস/এইচআর/ডিসেম্বর ১০, ২০১৫)