রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে টানা তিন দিনের পরিবহন ধর্মঘট শেষে স্বাভাবিক হয়ে এসেছে সারা দেশের সঙ্গে এ বিভাগের যোগাযোগ ব্যবস্থা। বুধবার ভোরেই দূরপাল্লার যাত্রীবাহী বেশ কয়েকটি বাস রাজশাহী ছেড়ে যেতে দেখা গেছে।

ধর্মঘটের ফলে রাজশাহীতে আটকে থাকা সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। ফলে স্বাভাবিক হয়ে এসেছে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা।

এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগের ৮ জেলার পরিবহন ধর্মঘট আগামী ৭ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

বগুড়ায় এক আলোচনা সভায় রাজশাহী বিভাগের পরিবহন শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নেন।

(ওএস/জেএ/মে ২৮, ২০১৪)