গোপালগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার কাহাররোল ইসকন মন্দিরে ককটেল ও গুলি বর্ষণের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ ইসকন ভক্তরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অসিত রঞ্জন বিশ্বাস, সাধারন সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস, এ্যাডভোকেট বিজন বিশ্বাস, নামহট্র ইসকন মন্দিরের পরিচালক রসার্ণব দাস অধিকারী, শিক্ষক মঙ্গল চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

(এমএইচএম/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৫)