মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় পতাকা ক্রয় বিক্রয়ের  হিড়িক পড়েছে ।  ডিসেম্বর বাঙালির গৌরবময় স্মৃতিগাঁথা মহান বিজয়ের মাস । দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে অর্জিত বাঙালির লাল আর সবুজের মিশ্রনে পতাকা ।

সেই পতাকার জন্য বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো বাঙালি হৃদয়ের আকাঙ্খা একটু বেশিই থাকে। মুক্তাগাছায় সব শ্রেণীপেশার মানুষ আগ্রহ নিয়ে পতাকা কিনছেন। স্থানীয় দর্জিদের কাছ থেকে তৈরি করা ছাড়াও ভ্রাম্যমাণ বিক্রেতাদের থেকেও মানুষ পতাকা কিনছেন।

উপজেলার মানুষদের অন্যান্য মাসে জাতীয় পতাকা কিনতে দেখা যায় কম। কিন্তু বিজয়ের এই মাসে জাতীয় পতাকা বিক্রির চাহিদা বেড়ে যায় । প্রতিদিন হকাররা বাঁশে বেধে জাতীয় পতাকা বিক্রি করে। উপজেলা শহর ও গ্রামাঞ্চলের গুরুত্ব¡পুর্ণ বাজার-ঘাটে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে বেশি।

বড় আকারের পতাকার পাশাপাশি ছোট পতাকাও বিক্রি হচ্ছে । উপজেলায় অনেক বাস, মোটরসাইকেল ও বাইসাইকেল চালকদের এই ছোট জাতীয় পতাকা ব্যবহার করতে দেখা যাচ্ছে।

(এমডি/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)