নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বরযাত্রীবাহী ভটভটির ধাক্কায় আব্দুল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া নামক স্থানে শুক্রবার দুপুর ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। মৃত আব্দুল চকনন্দরাম গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঠাকুরমান্দা থেকে বরযাত্রী নিয়ে একটি ভটভটি মান্দা উপজেলার মৈনম দুর্গাপুর গ্রামে বিয়ে বাড়িতে যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে পথচারী আব্দুলকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই আব্দুল মারা যান। এসময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ লাশ উদ্ধারসহ ও ভটভটিটি আটক করেছে।

(বিএম/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৫)