নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর রাণীনগরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বাসষ্ট্যান্ডে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীনগর হানাদারমুক্ত করার অগ্রনায়ক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাগন।

(বিএম/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)