মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাল্যবিবাহ দেয়ার অপরাধে বর, বরের মামা ও  কাজীকে ১০ ও ২০ দিন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্রবার রাতে তাদের  সাজা প্রদান করেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, মুক্তাগাছা উপজেলা দুল্লা ইউনিয়নের বিন্নকুড়ি গ্রামে রাতে একটি নাবালিকা মেয়েকে বিয়ে দেয়া হচ্ছিল । খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাগাছা থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা জানান, সংশ্লিষ্ট বিয়ের কাজী আছাদুজ্জামানকে ২০ দিন, বর তারিফকে ৭ দিন এবং বরের মামা সুমনকে ৭দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।

(এমডি/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)