মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ঘণকুয়াশার কারণে প্রায় ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার সকাল ১০টায় স্বাভাবিক হয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টা থেকে ঘণকুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচলা শুরু হয়।

বিআইডাব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম জানান, কুয়াশার কারণে যানবাহন বোঝাই শিমুলিয়া ঘাটের চারটি ফেরি ও কাওড়াকান্দি ঘাটে তিনটি ফেরি ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ-নদীতে নোঙর করে রাখা হয়েছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয়।

তিনি আরো জানান, ঘণকুয়াশার তীব্রতা বেশী হওয়ায় শিমুলিয়া নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হন। শনিবার সকাল ১০টায় কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়।

(এএসএ/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)