গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বিশিষ্ট কবি শরীফা ইসলাম রাণীর কবিতার বই ‘ভালবাসার রাজপত্র’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার শহরের ২নং রেলগেটস্থ দৈনিক আজকের জনগণ পত্রিকা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাহিত্যিক সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। বইটি নিয়ে আলোচনায় অংশ নেন সাহিত্যিক সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, সাংবাদিক আফতাব হোসেন, প্রকাশক খুরশিদ বিন আতা খসরু ও লেখক শরীফা ইসলাম রাণী।

শরীফা ইসলাম রাণীর এই কবিতার বইটি প্রকাশ করেছেন আলোকিত গাইবান্ধার খুরশিদ বিন আতা খসরু এবং নান্দনিক প্রচ্ছদ করেছেন আশিকুর রহমান ইমন। ৬৪ পৃষ্ঠার এই বইটিতে লেখিকার ৬০টি কবিতা প্রকাশ হয়েছে।

(আরআই/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)