মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার শানের পাড় এলাকায় শনিবার দুপুরে জেলীযুক্ত ৪ প্যাকেট চিংড়ি মাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে খুলনাগামী দিদার পরিবহণের একটি গাড়ি শুক্রবার রাতে রাজৈর উপজেলার শানের পাড় আসলে রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান পুলিশের সহায়তায় অভিযান চালায়।
এ সময় প্রায় ৬ মণ ওজনের ৪ প্যাকেট জেলীযুক্ত মাছ উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে সেগুলি মৎস্য কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান জানান, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়ানোর জন্য খোলসের মধ্যে জেলী পুশ করে। এগুলি খুবই বিষাক্ত। চিংড়িগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ১২, ২০১৫)