নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে সড়ক ও  রেলওয়ের সম্পত্তির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করে স্থানীয় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমারের নেতৃত্বে বুধবার সকালে বিপুল সংখ্যাক পুলিশ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে এ অভিযানে অংশগ্রহণ করেন। এতে প্রায় অর্ধ শততাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় চৌমুহনী-ফেনী-চট্রগ্রাম-লক্ষীপুর-নোয়াখলীতে রাস্তার দুপাশে র্র্দীঘ যানজট সৃষ্টি হয়।

উল্লেখ্য চৌমুহনীতে র্দীঘদিনের যানজট নিরসনের লক্ষে বিগত সাত বছর আগে চার লেনে রাস্তার কাজ শুরু হলেও রেলওয়ের সম্পত্তির উপর অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দফায় দফায় নোটিশ দিলেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার সকালে এ অভিযান শুরু হয়।


(জেবি/এটিআর/মে ২৮, ২০১৪)