গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজন রবিবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ‘তৃনমূল পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নে জিও-এনজিও এবং সুশীল সমাজের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কানিজ ফাতেমা’র সভাপতিত্বে সিনিয়র জেলা ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু সাঈদ সরকার, সমবায় কর্মকর্তা মোঃ সাহাদত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আকতার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচনের সিনিয়র ব্যবস্থাপক ফৌজিয়া বেগম, প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার।

এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের মনিটরিং কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, গৌতম চক্রবর্তী, তুহিন খানম, লোকমান হেকিম, কর্মসূচী সংগঠক শিউলী রানী দাস, রিপন মিয়া প্রমুখ। অংশগ্রহণকারীরা অঙ্গিকার করেন, তাদের স্ব-স্ব দপ্তরের যথাযথ তথ্য প্রদানে আরো আন্তরিকভাবে জনগণের মাঝে তথ্য প্রদান করবেন।

(এসআইএম/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)