পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে নকল স্বর্নালংকার তৈরীর সরঞ্জামাদী ও নম্বর বিহিন ৩টি মোটার সাইকেলসহ সাবেক এক ইউপি সদস্য ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। মামলায় মোটর সাইকেলের কথা উল্লেখ করা হয়নি।

জানা গেছে, শনিবার দুপুরে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকছেদ আলী ও এসআই আব্দুল মান্নান খাঁনের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার মিঠিপুর ইউনিয়নের লাঠমিঠিপুর খাঁন পাড়া গ্রামের ওই ইউপির সাবেক সদস্য আতোয়ার রহমানের বাড়ীতে অভিযান চালায়। এ সময় সেখানে নকল স্বর্ণের গহনা তৈরীর সরঞ্জামাদী ও বাড়ীটির বাইরে রাখা নম্বর বিহিন ১০০ সিসি টিভিএস (ভেসপা) ও টিভিএস (মেট্রো) ১০০ সিসি মোটরসাইকেলসহ ওই ইউপি সদস্যের স্ত্রী রুপালী বেগমকে (৩৫) আটক করে। এরপর মহরগঞ্জ নামকস্থান থেকে নম্বর বিহিন আরও ১টি টিভিএস ১২৫ সিসি মোটর মোটর সাইকেল ইউপি সদস্য আতোয়ার রহমানকেও আটক করে।

ওই ঘটনায় থানার এসআই আব্দুল মান্নান খাঁন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ‘খ’ এর ১ (ক) ধারা তৎসহ ৪২০ ধারায় ওই দিন বিকেলেই মামলা করেন।

মামলায় জব্দ করা মালামালের ১৯ প্রকারের তালিকা দেয়া হলেও রহস্যজনক কারনে মোটরসাইকেল ৩টি জব্দ তালিকায় দেখানো হয়নি। মামলার বাদী এসআই আব্দুল মান্নান বলেন- মোটর সাইকেলগুলো থানায় আছে। এ ব্যাপারে ওসি স্যারের সাথে কথা বলেন। ওসি (তদন্ত) মোকছেদ আলী জানান মামলার বাদী মামলায় মোটরসাইকেলের কথা উল্লেখ না করায় আমার কোন মন্তব্য নেই।

থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন- মোটরসাইকেলগুলো মামলার আলামত নয়। এগুলো ব্যক্তিগত প্রপার্টি। কাগজপত্র যাচাই করে ছেড়ে দেয়া হবে।

(জিকেবি/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)