পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জের ৮ টি ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৫ টি ইউনিয়নে বর্ধিত সভা করে দলকে সংগঠিত করা হবে বলে জানা গেছে।

দলীয় সুত্র জানায়, বাংলাদেশ আওয়ামীলীগ, পীরগঞ্জ উপজেলা শাখাকে ঢেলে সাজাতে দলের তৃণমূল পর্যায়ে শক্তিশালী কর্মী বাহিনী সৃষ্টি, অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, স্থানীয় নির্বাচনসহ ২০১৯ সালে জাতীয় নির্বাচনের জন্য দক্ষ ও দলের জন্য নিবেদিত কর্মী বাহিনী গঠনের লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে বড় দরগাহ, চৈত্রকোল, বড় আলমপুর, মদনখালী, ভেন্ডাবাড়ী, রায়পুর, পাঁচগাছী ও রামনাথপুর ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর আ’লীগ সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করে নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও ওয়ার্ড কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইসব সভায় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মোতাহারুল হক বাবলু, সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, যুগ্ম-সম্পাদক সাদেকুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, রুহুল আমিন বিএসসি, মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ আনিছার রহমান মন্ডলসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(জিকেবি/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)