নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক এমপি ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপির নেতৃত্বে একটি শোক র‌্যালী বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

অপরদিকে এদিন সকালে নওগাঁ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নওগাঁ পুলিশ প্রশাসনের শোক র‌্যালী ও শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পুস্পমাল্য অর্পণ করেন, ডিজিটাল এ্যাওর্য়াড প্রাপ্ত নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম। এসময় তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার মোহসিন আলী, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, ডিআইও-১ মোসলেম উদ্দিন, টিআই নাহিদ পারভেজ চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা। পুস্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে সালাম প্রদর্শন করা হয়।

(বিএম/এসসি/ডিসেম্বর১৪,২০১৫)