গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস চাপায় নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লাকে (৬৫) দেখতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন সহযোদ্ধা হাসমত আলী (৬৬)।

আজ সোমবার বিকেল ৫ টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।
নিহত দুই মুক্তিযোদ্ধার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে। তিনি কাঠি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন।

গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বদরুদ্দোজা বদর ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আজ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা নিহত হন। এ খবর পেয়ে বিকেল ৫ টার দিকে তারই সহযোদ্ধা হাসমত আলী তাকে দেখতে হাসপাতালে দেখতে যান। পথিমধ্যে তিনি জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

(এমএইচএম/এসসি/ডিসেম্বর১৪,২০১৫)