নিউজ ডেস্ক : একটি বাসার বাথরুম দেখেই ধারনা পাওয়া যায় সেই বাসায় বসবাসরত মানুষদের স্মার্টনেস ও রুঁচিবোধ কেমন। এটা কেবল আমার কথা নয়,পৃথিবী শুদ্ধ মানুষের কথা।

সেই সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাইজিনের ব্যাপারটা তো আছে। আর তাই সবাই চান তার বাড়ির বাথরুমের পরিবেশ থাকুক যথেষ্ট পরিচ্ছন্ন আর নিরাপদ। নিত্য প্রয়োজনীয় বাথরুম ও টয়লেটকে কীভাবে ঝঁকঝকে আর তকতকে রাখা যায় আজ সেটা দেখে নিন সহজ একটি চার্ট এর মাধ্যমে।

১)বদলে ফেলুনঃ
প্রথমেই বাথরুমের পুরানো সেই পর্দাটা সরিয়ে ফেলুন। এরপর সেখানে লাগিয়ে দিন সুন্দর প্রিন্ট কাপড়ের একটি পর্দা। ফুলের প্রিন্ট সুন্দর লাগবে।

২)কল ও শাওয়ার পরিষ্কার রাখুনঃ
আপনার কল ও শাওয়ারে পানির দাগ ও শ্যাওলা যেন না জমে সেদিকে লক্ষ্য রাখুন।

(৩)খেয়াল রাখুনঃ
মাঝে মাঝে লক্ষ রাখুন বাথরুমের টয়লেট পেপার শেষ হয়েছে কি না ? শেষ হবার আগেই সেখানে নতুন পেপার রাখুন। এয়ার ফ্রেশ্নার ফুরিয়ে যাবার আগেই কিনুন।

(৪)ব্যবহার করুনঃ
বাথরুমে ব্যবহার্য সাবান এর কাগজ বা ব্যবহার্য কোন বস্তুকে ছিড়িয়ে ছিটিয়ে না ফেলে একটি বাক্স রাখুন।

(৫)ছোট্ট গাছঃ
বাথরুমে যদি একটু বেশি জায়গা থাকে তবে সেখানে আপনি দু-একটি মানি প্ল্যান্ট রাখতে পারেন। ছোট্ট ভুল গাছও ভালো লাগবে।

(৬)ঝুড়ি রাখুনঃ
বাথরুমে ব্যবহৃত ফেলনা জিনিস একটি ঝুড়িতে রাখুন।

(৭)বন্ধ রাখুনঃ
বাথরুমে দাঁত ব্রাশ, দাড়ি সেভ করার সময় পানির ট্যাপ বন্ধ রাখুন।

(৮)পরিষ্কার করুনঃ
পুরাতন ব্রাশ দিয়ে বাথরুমের জং ধরা জিনিস মাঝে মাঝে ঘষে রাখুন।

(৯)আলো ব্যবহার করুনঃ
বাথরুমেও ব্যবহার করুন এনার্জি সাভিং বাল্ব।

(১০)আয়না রাখুনঃ
বাথরুমে নিজেকে দেখার জন্য একটি সুন্দর আয়না রাখুন ।

(১১)খুলে রাখুনঃ
প্রয়োজন শেষে অবশ্যই বৈদ্যুতিক সংযোগের তারটি খুলে রাখুন।

(১২)ক্লিনার রাখুনঃ
বাথরুমের ট্যাপ,টাইলস,বেসিন পরিষ্কার করার জন্য বাথরুমে ব্যবহার্য ক্লিনার রাখুন সময়মত।

আপনার ব্যবহার্য বাথরুমটি সুন্দর ও রুচিশীল করতে উপরিউক্ত কাজগুলো করতে পারেন।

(ওএস/এটিআর/মে ২৮, ২০১৪)