গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীসহ সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে সোমবার। রিটার্ণিং অফিসার কার্যালয় থেকে প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দ পান।

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল আলম প্রতীক পেয়েছেন (মোবাইল ফোন), আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের প্রতীক (নৌকা), বিএনপি প্রার্থী শহীদুজ্জামান শহীদের প্রতীক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আনোয়ার-উল- সারওয়ারের প্রতীক (রেল ইঞ্জিন), স্বতন্ত্র প্রার্থী মির্জা হাসানের প্রতীক (জগ), স্বতন্ত্র প্রার্থী একেএম ফেরদৌস আলমের প্রতীক (নারকেল গাছ) এবং সর্দার রোকনুজ্জামানের প্রতীক (চামচ)।

গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান সরকারের প্রতীক (নৌকা), বিএনপি প্রার্থী মো. ফারুক আহমেদের প্রতীক (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী আকতার হোসেন জুয়েলের প্রতীক (লাঙ্গল) এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থী আব্দুল মতিন মোল-ার প্রতীক (হাতুরী)।

সুন্দরগঞ্জ পৌরসভঅয় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল¬াহ আল মামুনের প্রতীক (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহীন আহমেদ সবুজের প্রতীক (জগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মাসুদুল ইসলাম চঞ্চলের প্রতীক (মোবাইল ফোন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ সাহার প্রতীক (চামচ), বিএনপি প্রার্থী আসাদুল করিম প্রামানিক নিপুর প্রতীক (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান সরকারের প্রতীক (লাঙ্গল), জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আলহাজ্ব মশিউর রহমানের প্রতীক (বাই সাইকেল) ও জাসদের প্রার্থী শাহাদত হোসেন সবুজের প্রতীক (মশাল)।

(আরই/পি/ডিসেম্বর ১৪, ২০১৫)