মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময় সকাল সাড়ে ৯টার দিকে বোমা বিস্ফরণ ঘটে। তবে এতে করে কেউ আহত হয়নি বলে জানা যায়।

পশ্চিম পেয়ারপুরের স্থানীয় বাসিন্দা মাসুদ তালুকদার জানান, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময় বিদ্যালয়ের নিচতলায় বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়াও বিদ্যালয়ের এক পাশে আরো একটি অবিস্ফোরিত বোমা দেখা গেছে বলেও স্থানীয়রা জানান। তবে কারা এখানে বোমা এনে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ঘটনার কথা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

(এএসএ/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)