জামালপুর প্রতিনিধি : জেলার সরিষাবাড়ী জুটমিলের ক্যান্টিনের নাশতা খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পৌর এলাকার সরিষাবাড়ী আলহাজ জুটমিলে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিক জেসমিন আক্তার (৩৫) জানান, সরিষাবাড়ীর আলহাজ জুটমিলের পুরুষ ও নারী শ্রমিকরা কাজের ফাঁকে সকালে জুটমিলের আব্দুল কাদেরের ক্যান্টিনে রুটি, ডাল, চা-নাশতা করেন। ক্যান্টিনের পানি খাওয়ার পর পাতলা পায়খানা, বমি ও পেটে ব্যথা শুরু হয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে ইউনুস, আলমাস, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ, আলহাজ, হাফিজুর রহমান, মকবুল হোসেন, সুলতান মিয়া, সন্ধ্যা, রশিদ, ফজলুল হক, আমিনুল ইসলাম, হক মণ্ডল, সামিউল ইসলাম, হাওয়া বেগম, জুয়েল, শামীম, হাবিবর রহমান, হীরা, জাহানারা, জেসমিন, লালু, সাকিল, সাইফুল ইসলাম, আঙ্গুরী, রুমেল, হাকিম, ওয়াদুদ, আলাউদ্দিন, মনোহর, ফকির, রোকেয়া, জাহানারা বেগমকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আলহাজ জুটমিলের উপব্যবস্থাপক আব্দুস সামাদ জানান, অর্ধশতাধিক শ্রমিক ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মমতাজ উদ্দিন জানান, অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৫)