বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটে সচেতনতামূলক শিক্ষার মাধ্যমে অতি দরিদ্র মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলাফলের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্ম শালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  শরীফ নজরুল ইসলাম। 

শাপলা ফুল সংস্থার সভাপতি এ্যাডভোকেট মাহফুজার রহমান লাহুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাপলাফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন, এ্যাডভোকেট মহসীন আলী, এ্যাডভোকেট মেহেরুন নেছা, কাড়াপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদ জাহান, প্রফেসর নাজমুল হক, মহিলা পরিষদ নেত্রী শিল্পী সমাদ্দার, কাজী রেহানা পারভীন রিনু প্রমুখ।

আয়োজকরা জানান, কর্মশালায় গৃহহীনদের মধ্যে খাস জমি বন্টন, মাদকদ্রব্য ও ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ, পারিবারিক নির্যতন বন্ধে প্রয়োজনীয় সামাজিক ও আইনগত ব্যবস্থা গ্রহন, সুপেয় নিরাপদ পানির সরবরাহ সহ নানা বিষয় কর্মশালায় তুলে ধরা হয়।

(একে/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)