স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনা গত ম্যাচে লা লিগায় রিয়াল বেতিসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করলো। লিওনেল মেসি বার্সার পক্ষে পেনাল্টি থেকে দুই গোল করেছেন। আতলেতিকো মাদ্রিদ আর আগের ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মার্টিনোর শিষ্যরা, রেফারি ১৪ মিনিটে অ্যালেক্সিস সানচেসকে বেতিসের ডিফেন্ডাররা বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির দেন। আর পেনাল্টির সুযোগে গোল করেন লিওনেল মেসি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের পরে ৬৭ মিনিটে ফিগুয়েরার আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। দ্বিতীয় গোলে ঠিক ১ মিনিট পরে বেতিসের পক্ষে একটি গোল শোধ করেন কাস্ত্রো।

আর ৮৫ মিনিটে নেইমারের শট বক্সের মধ্যে রিয়াল বেতিসের হুয়ানফ্রানের হাতে লাগলে পেনাল্টি পায় বার্সেলোনা। এবারও পেনাল্টি থেকে গোল করেন মেসি।

এই ম্যাচে জয়ের ফলে ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার ২য় স্থানে অবস্থান করছে কাতালানরা।

(ওএস/পি/এপ্রিল ০৬,২০১৪)