মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ফাসিয়াতলা বাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লেগে পাটের গুদামসহ ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

স্থানীয়, ক্ষতিগ্রস্ত ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালকিনির ফাসিয়াতলা বাজারে মঙ্গলবার রাতে প্রথমে স্বপন লুৎফর সরদারের পাটের গুদামে আগুন লাগে। এরপর দ্রুত তা পাশ্ববর্তী হাফিজুর রহমান মিলন সরদার, ননী গোপাল দাস, সুমন দাস, রাজ্জাক সরদার, মন্টু বেপারী, শহিদুল সরদার, চাঁনমিয়া সরদার ও নাজির খলিফার পাটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
অপরদিকে গুদামের পাশে আরো কয়েকটি দোকানও পুড়ে ছাই হয়ে যায়। এতে করে আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে মাদারীপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/ডিসেম্বর ১৬, ২০১৫)