গোপালগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ১০ টায় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

এসময় হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলি লেকু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারন সম্পাদক আবুল বসার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, চলতি পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ বেলায়েত হোসেন, বিসিক কর্মচারী লীগের সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এএস/ডিসেম্বর ১৬, ২০১৫)