নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁর নিয়ামতপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছে। পুলিশ স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বুধবার সকাল ১০টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর দামনাসপাড়া গ্রামের নুরুজ্জামানের স্ত্রী রুবিনাকে (২২) পারিবারিক কলহের জের ধরে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে স্বামী। এতে রুবিনা ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ নিহতের স্বামী নুরুজ্জামান (৩০) ও শ্বশুড় ইসাহাক আলীকে (৬০) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নিহত রুবিনা পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডি সোনামাসনা গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাৎক্ষনিকভাবে নিহতের স্বামী ও শ্বশুড়কে গ্রেফতার করা হয়েছে।




(বিএম/এসসি/ডিসেম্বর১৬,২০১৫)